বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রামপালে রেমালে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে রেমালে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

রামপালে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৪ ইউনিয়নের ৮শ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও হাইজিন কিডস বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার শ্রীফলতলা স.প্রা. বিদ্যালয় চত্তরে সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রধান অতিথি থেকে তার সদর ইউনিয়নের ২শ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। প্রতি পরিবারকে ৬,০৬০ টাকা, ১ টি বালতী, ১ টি মগ, ৪ টি সাবান, ১ কেজি ডিটার্জেন্ট পাউডার, ২ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ও ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়। 

একইভাবে উপজেলার পেড়িখালী ইউনিয়ন, ভোজপাতিয়া ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের মোট ৮শ ক্ষতিগ্রস্ত পরিবার এ সহযোগীতা প্রাপ্ত হন। জানা গেছে, স্টার ফান্ড, বাংলাদেশ ও নবলোক এনজিওর সাইক্লোন রেমাল-রিলিফ এ্যান্ড আর্লি রিকভারি প্রকল্পের আওতায় নগদ অর্থ ও হাইজিন কিডস বিতরণ করা হয়। 

রামপাল ইউএনও রহিমা সুলতানা বুশরার তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্মকর্তা মো. মতিউর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ প্রকল্প বাস্তবায়ন করেছেন। 

সার্বিকভাবে প্রকল্পের কাজটি পরিচালনা করেন, নবলোকের সাইক্লোন রেমাল রিলিফ এ্যান্ড আর্লি রিকভারির সমন্বয়কারী পল্লব রায়। এ সময় প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, প্রকল্পের ফিল্ড ফ্যাসেলিটেটর পলি মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ