শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

রামুতে গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

রামুতে গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভিপাড়া এলাকায় রেললাইনের ব্রিজের পাশে জমির গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। জেলে হাসমত আলী জালে কূপ থেকে উঠে আসে ভাই-বোনের মরদেহ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম রাজারকুলের মৌলভি পাড়া এলাকায় এঘটনা ঘটে। ভাই-বোন দুজন সৌদি প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) মেয়ে মারিয়া (৫)।

নিহত দুই সন্তানে মা কমরু বলেন, আসরের নামাজের পর আমার বড় ছেলে ও মেয়ে দুজনই বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে তাই তাদের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বলি টিক আধা ঘণ্টা পরে মেয়ে এসে বলেন মাকে অভিযোগ করে বলেন বড় ভাই আমাকে মেরেছে, মা বললো তোমার বড় আসুক তাকে পিটা দেব, তুমি এখানে খেলা কর, মেয়ে জুর করে বলেন আমি বড় ভাইয়ের সঙ্গে খেলা করবো বলে দুরে চলে যায়, সে থেকে অনেক খুঁজাখুঁজি করেছি না পেয়ে রেললাইনের লাইনের ব্রিজ পাশে জমিতে রেললাইনের ব্যবহারিত মাটির পানির গর্তে পড়ে আমার দুই সন্তানের মৃত্যু হয়।

বিষয়টি জানিয়ে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, আমার ইউনিয়নের মৌলভি পাড়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা রেললাইনের লাইনের ব্রিজ পাশের গর্তে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

রামু থানার ওসি তদন্ত ইমন কান্তি চৌধুরী জানান, মৃত্যুর প্রকৃত রহস্য বের করতে কাজ করছে পুলিশ। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ