বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তকারী আ.লীগপন্থি মুক্তিযোদ্ধাদের বিচার দাবি

পাবনা প্রতিনিধি

রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তকারী আ.লীগপন্থি মুক্তিযোদ্ধাদের বিচার দাবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সম্ভাবনা অনুষ্ঠানে এক বিতর্কিত ঘটনার জেরে ধরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে পাবনা জেলা বিএনপি।

গত ২৬মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব পাবনা বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার বক্তব্যে বলেন, আ.লীগ নেতা শেখ মুজিবুর রহমান যুদ্ধের ময়দানে অংশ নেননি তিনি সেই সময়ে পলাতক ছিলেন। এবং স্বাধীনতার ঘোষণাও শেখ মুজিবর দেননি, পরে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৭১ সালে ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তার বক্তব্য চলাকালে দর্শক সারিতে উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রতিবাদ জানিয়ে ভুয়া বলে চিৎকার করেন। এ সময় জিয়াউর রহমান ঘোষক নন এবং তার মুক্তিযোদ্ধা পরিচয় বিতর্কিত এরকম কথা দর্শন থেকে আসতে থাকে। এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এ ঘটনার প্রতিবাদে পাবনা জেলার প্রতিটা  উপজেলাসহ পাবনা জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের আব্দুল হামিদ রোড বিএনপির কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিল একটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও  এবং পথসভা করে।

পথসভা বক্তারা অভিযোগ করেন যে, সম্বর্ধনা অনুষ্ঠানে  আওয়ামীপন্থি কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা ভূমিকা  প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

নেতারা দাবি করেন, যারা কটূক্তি করেছে তারা ভুয়া মুক্তিযোদ্ধা। নিজেদের মুক্তিযোদ্ধা  পরিচয় দিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিচ্ছেন, তাদের সনদ ভাতা বাতিল করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ ও পথসভায় উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্বাধীনতার ঘোষক নিয়ে ভিন্ন মত কেন্দ্র করে পাবনার উত্তেজনার যে সৃষ্টি হয়েছে বিএনপি নেতারা প্রশাসনের কাছে তাদের দাবি পেশ করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

টিএইচ