সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু চিকিৎসা কেন্দ্রটি অযত্নে, অবহেলা ও তদারকির অভাবে দীর্ঘ দুইযুগ ধরে পড়ে আছে।
ফলে ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলে গড়ে ওঠা গবাদি পশু পালনকারীরা। এই এলাকার মানুষ বিপুল সংখ্যক গবাদি পশু লালন-পালন করে থাকেন। এসব পশুদের চিকিৎসাসেবা ও ওষুধ-পত্র প্রয়োজন হয়। কিন্তু সময় মতো চিকিৎসা সেবা না পাওয়ায় প্রায়ই মৃত্যু
হয়। বর্তমানে এই হাসপাতালটির অবস্থা খুবই শোচনীয়। অচলাবস্থায় পড়ে আছে শুধু জরাজীর্ণ ঘরটি। এমতাবস্থায় এলাকার গবাদি পশু পালনকারীদের কথা বিবেচনা করে ওই পশু হাসপাতালটি পূনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।
টিএইচ