মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

রায়পুরায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা

‘মাইরের ওপর ওষুধ নাই, দৌড়ের ওপর ব্যায়াম নাই ‘যদি আপনি ধূমপান ছাড়তে চান, তাহলে দৌড়ান’ এ প্রতিপাদ্যগুলোকে ধারণ করে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথন।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেয় বাংলাদেশের বিভিন্ন জেলা ও জাপান, কুরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমেরিকা, নেদারল্যান্ডসসহ মোট ৭টি দেশের ৪০০ জন দৌড়বিদ। ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ফুল দৌড় ও ১০ কিলোমিটার দূরত্বের হাফ দৌড়ের একাধিক গ্রুপের মাধ্যমে দৌড়বিদরা ভোর ৫টা ৪০ মিনিটে রায়পুরা উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে পুনরায় এখানে এসে শেষ হয়।

৭৫ বছর বয়সি দৌড়বিদ সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময় থেকেই দৌড়ঝাঁপ শুরু তার। পরে ম্যারাথন আসার পর তিনি ম্যারাথনে যোগ দেয়। ১৮ বছর ধরে দেশ এবং বিদেশের কয়েকটি ম্যারাথনে যোগ দিয়েছেন তিনি। স্বাস্থ্য ভালো রাখতেই বৃদ্ধ বয়সে এসেও তার এ চেষ্টা। জীবনের মর্যাদা দিতে এবং শরীর সুস্থ রাখতে আগামী তরুণ প্রজন্মকে রানার্স হওয়ার পরামর্শ দেন তিনি।

সিলেট থেকে আগত শাহজালাল একটিভ রানার্সের এডমিন মো. জিয়াউদ্দিন জানান, নিজে সুস্থ থাকতে রান করার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে এবং শরীরকে ভালো রাখতে যুবকদের রান করার জন্য উদ্বোদ্ধ করতেই রায়পুরাতে এ ম্যারাথন আয়োজন করা হয়েছে। ২ ঘণ্টা ৯ মিনিট ৫৪ সেকেন্ডে তিনি ২১ কিলোমিটার রান করে পেসার হয়েছেন।

আয়োজকরা জানান, প্রতিটি প্রতিযোগীর বডিতে একটি করে চিপ ফিটিংস করে দেয়া হয়েছে। এসব ডিভাইসের মাধ্যমে তাদের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে রায়পুরাতে নতুন রানার্স তৈরি হবে বলে ধারণা তাদের। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, ওসি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, গণমাধ্যমকর্মী ডা. সাকলায়েন রাসেল, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদসহ বিভিন্ন জেলার রানার্স কমিটির এডমিন ও সদস্যরা।

টিএইচ