মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

রায়পুরায় নদী ভাঙনের প্রতিকার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় নদী ভাঙনের প্রতিকার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

নরসিংদীর রায়পুরার মির্জাচর ইসলামপুর মাদরাসা, মসজিদ, রাস্তাঘাট ও ফসলি জমি রক্ষার্থে শান্তিপুর হতে মির্জাচর পর্যন্ত মেঘনা নদীর উত্তর পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৭ জুলাই) নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মির্জাচর ইউনিয়নের হতভাগ্য জনগণ। আমরা দীর্ঘকাল থেকেই বঞ্চিত। মির্জাচর ইউনিয়ন মেঘনা নদীবেষ্টিত। আমাদের ইউনিয়নটি ৫ টি মৌজা নিয়ে গঠিত। তার মধ্যে ১ ও ৩নং মৌজা সম্পূর্ণ ৪নং মৌজা আংশিক মেঘনা নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। শত শত পরিবার দিশেহারা হয়ে পড়েছে। 

প্রায় ১২ হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে আর কিছু দিন ভাঙন চলতে থাকলে অচিরেই হয়তোবা রায়পুরার মানচিত্র থেকে মির্জাচর ইউনিয়নটি মুছে যাবে। সরকারের কাছে আমাদের আবেদন নদীভাঙন থেকে মির্জাচর ইউনিয়নকে রক্ষা করার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাই। 

এসময় মানববন্ধনে বক্তাব্য রাখেন, মো. জালাল উদ্দিন মাস্টার, মহরম আলী, রহমান, আমিনুল ইসলাম ও খাইরুল মিয়া প্রমুখ।

টিএইচ