বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রায়পুরায় সাংবাদিককে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

নরসিংদী প্রতিনিধি

রায়পুরায় সাংবাদিককে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের  খবর সংগ্রহ করতে গেলে নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে   হত্যার  চেষ্টা  করেছে দু্র্বৃত্তরা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আহত মনিরুজ্জামান রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

 আহত মনিরুজ্জামানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। এসব নিউজ সংগ্রহ করতে গেলে ফেঁসে উঠে দুস্কৃতকারীরা।  দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামি আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুলসহ প্রায় ১০ জনের একটি দল ওই সাংবাদিকদের উপর হামলা করে বলে অভিযোগ উঠে। 

এ সময় হাতুরি দিয়ে পিটিয়ে ও হাতে-পায়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন ।

এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর একটি দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেসক্লাবসহ নরসিংদী জেলা ও উপজেলার প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনসহ নেতারা তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা যায়,  হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। এর মাঝে পায়ের গুলিটি একপাশ দিয়ে ডুকে অপর পাশ দিয়ে বেড়িয়ে যায়। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।

টিএইচ