বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রুমায় ৭টি প্রকল্প উদ্বোধন করেছেন পাবর্ত্যমন্ত্রী

রুমা (বান্দরবান) প্রতিনিধি

রুমায় ৭টি প্রকল্প উদ্বোধন করেছেন পাবর্ত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবানে রুমা উপজেলার বাস টার্মিনাল, ছাইপো পাড়া বৌদ্ধ বিহার, মুনলাই পাড়া মাল্টিপারপাস সেন্টার, জাইঅন পাড়া ইভানজেলিক্যাল  খ্রিস্ট্রীয়ান চার্চ  ও বেথেল পাড়া ইসিসি জুনিয়র স্কুলের নির্মিত ৩ কোটি ২৫ লাখ অর্থ ব্যয়ে উদ্বোধন ও বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের ৮০লাখ টাকা বরাদ্দকৃত ডলুঝিড়ি পাড়ামুখ বৌদ্ধ বিহারের উপসনা ঘর ও বগালেক মসজিদের সম্প্রসারণের কাজ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পরে সম্প্রসারণের কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রুমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সাতটি প্রকল্পের উদ্বোধনী শেষে উপজেলা হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার ইউনিয়নের দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন পাবর্ত্যমন্ত্রী। 

এ সময় রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি উহ্লাচিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু মারমা, পরিষদে সদস্য টিংটিংম্যা মারমা, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, চার ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় আ.লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

পাবর্ত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন জঙ্গী-সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। এ কাজে আশ্রয় প্রশ্রয় প্রদানকারীদেরও আইনের আওতায় আনা হবে।

এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর কাজে সহযোগিতা প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, রুমা একসময় খুব শান্ত ছিল, কিন্তু এখন সকাল বিকাল পত্রিকার পাতা খুললে দেখতে পাই এখানে খুন, ওখানে সন্ত্রাসী চাঁদাবাজি আর অপহরণ এটা খুব খারাপ অবস্থা এসব সন্ত্রাসীর কাজ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে দিক নির্দেশনামূলক শেষে বেথেল পাড়ার জেলা পরিষদে সদস্য জুয়েল বম’র ছেলে বিবাহ অনুষ্ঠানে যোগ দেন।

টিএইচ