নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাঁধা দেয়ায় ডাকাতদল ওই ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করেছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, গতকাল শুক্রবার ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত হাতে পিস্তল, দেশি অস্ত্র নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের ৪ ভাইয়ের (প্রতিবেশি) বাইরে থেকে বাসার দরজাও ছিটকিনি দিয়ে লাগিয়ে দেয়া হয়।
ঘরে থাকা আলমারির চাবি না দেয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় ডাকাতদল ঘরের আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে।
পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।
টিএইচ