রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে দুই ছিনতাইকারী আটক

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি 

রূপগঞ্জে দুই ছিনতাইকারী আটক

রূপগঞ্জ হাইওয়ে সড়কে ছিনতাইকালে এলাকাবাসী শান্ত ও জাহাঙ্গীর নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। 

বুধবার (২০ মার্চ) উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের সড়কে এ ঘটনাটি ঘটে। বুধবার (২০ মার্চ) গোলাকান্দাইল হাইওয়ে সড়কের উপরে গাড়ি ঠেকিয়ে ৩ ছিনতাইকারী ছিনতাই করতে গেলে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। ছিনতাইকারীরা জীবন বাঁচাতে দৌড়িয়ে মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার কাচারি বাড়ির পুকুরে লাফিয়ে পড়ে।

এ সময় সংবাদ পেয়ে টহলরত থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী ও পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করলেও একজন পালিয়ে যায়। এ সময় এদের কাছ থেকে একটি রামদা উদ্ধার করে পুলিশ।

আটক ছিনতাইকারী শান্ত রূপগঞ্জ উপজেলার কলাতলী এলাকার অন্যজন  বরিশালের হকার জাহাঙ্গীর বলে জানা যায়। সে গোলাকান্দাইল এলাকায় থেকে দীর্ঘদিন যাবত হকারির অন্তরালে ছিনতাই করে আসছে।

টিএইচ