সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে নৌ ডুবিতে নিখোঁজ মরদেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে নৌ ডুবিতে নিখোঁজ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় এমভি ওমর সাদিয়া নামক পাথর বোঝাই জাহাজের ধাক্কায় যাত্রীবাহী নৌকা নিখোঁজ হওয়া স্কুলছাত্রী সাওয়াল সাঈদ ওসানাহর (১২) মরদেহ ৪১ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। 

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর স্লুইসগেট ঘাট থেকে ওসানাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব।

তিনি আরও জানান, আমরা ৯৯৯-এর ফোন পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের উদ্ধারকারী  নৌ-পুলিশের টিম অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে পোড়াব এলাকার স্লুইসগেট ঘাট থেকে ওসানাহর মরদেহ উদ্ধার করি। 

মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এর আগে, এ ঘটনায় এমভি ওমর সাদিয়া নামক পাথর বোঝাই জাহাজের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে নিহত ওসানাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ ওসানাহর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, এ নৌ-ডুবির ঘটনায় থানায় মামলা হয়েছে। আর মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ