সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে পুর্বশত্রুতায় সাংবাদিককে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে পুর্বশত্রুতায় সাংবাদিককে কুপিয়ে জখম

 দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ ব্যুরো প্রধান ও রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার বাসিন্দা ইমরান হোসেন শুভকে (২৬) গত বৃহস্পতিবার সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। পূর্ব শত্রুতার জের ধরে ১২/১৩ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। 

হামলাকারীরা কুপিয়ে তার হাত, পা, বুকে, ও সম্পূর্ণ শরীরে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে সাংবাদিক ইমরান হোসেন শুভকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে সাংবাদিক ইমরান হোসেন শুভর মা আফিয়া আক্তার বাদী হয়ে ইমান হোসেনের ছেলে তারাবো পৌর স্বেচ্ছা-সেবকলীগ নেতা মিথুন ভুঁইয়া, মাছুম ভুঁইয়া, মৃদুল ভুঁইয়া, শাকিল মিয়া, ইমান হোসেন ও মহিউদ্দিনসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সাংবাদিক ইমরান হোসেন শুভর ওপর হামলার ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

টিএইচ