বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জের নবনিযুক্ত ইউএনও আহসান ওসি দীপক চন্দ্র সাহা

রুপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জের নবনিযুক্ত ইউএনও আহসান ওসি দীপক চন্দ্র সাহা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। গত বৃহস্পতিবার তাকে রূপগঞ্জে বদলি করা হয়েছে। এর আগে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ তথ্য জানিয়েছেন আহসান মাহমুদ রাসেল। রূপগঞ্জ থানার নতুন ওসি দীপক চন্দ্র সাহা। এর আগে তিনি সাভার থানার ওসি ছিলেন। 

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা- ২ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। দীপক সর্বশেষ ঢাকার সাভার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রূপগঞ্জের বর্তমান ওসি এএফএম সায়েদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। 

অবশ্য এর আগেও নারায়ণগঞ্জকে কর্মস্থল হিসেবে পেয়েছিলেন তিনি। ওই দফায় জেলার বন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কাজের মূল্যায়নস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর কর্তৃক পিপিএম পদকে ভূষিত হন। এছাড়া কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ওই আদেশে দেশের বিভিন্ন থানার ৩৩৮ ওসি বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনে এই বড় রদবদল বলে জানা গেছে। 

টিএইচ