বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

রূপগঞ্জের যুবদল ও সেচ্ছাসেবকদলের সংঘর্ষে একজন নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জের যুবদল ও সেচ্ছাসেবকদলের সংঘর্ষে একজন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় পুনর্বাসন কেন্দ্রে যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিব নিহত ছাড়াও ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। গত মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

নিহত হাসিব চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে পুনর্বাসন কেন্দ্রে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সঙ্গে যুবদল নেতা শামীম ও শাহীনের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধর করে।

বিষয়টি জানতে পেরে ভোরে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন শামীমের অফিসে রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীমও তার লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষে বাধে। পরে উভয় পক্ষের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় সেচ্ছাসেবকলীগ কর্মী হাসিবুর, রাসেল ও বাশারসহ কমপক্ষে ১০ জন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাসিব। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে গত মঙ্গলবার থেকে রাতভর সংঘর্ষে ঘটনায় গতাকল বুধবার পুলিশ ও র্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। উদ্ধার করা হয় বিপুল পরিমান দেশি অস্ত্র। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

টিএইচ