সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে অবৈধ কারেন্ট জাল জব্দ চারজনের জরিমানা

রাঙ্গামাটি প্রতিনিধি

লংগদুতে অবৈধ কারেন্ট জাল জব্দ চারজনের জরিমানা

রাঙ্গামাটির লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও চারজন বিক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করেন লংগদু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। 

গত শনিবার সাপ্তাহিক হাটের দিনে বৃহত্তর মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন অসাধু দোকানিরা। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাইনীমূখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করে। 

এসময় জাল বিক্রেতা ওমর ফারুককে ১ হাজার, রাহিম মিয়াকে ১০ হাজার, তাইজুল ইসলামকে ৩ হাজার ও রুহুল হককে ৪ হাজার টাকা মৎস্য সংরক্ষণ আইনে জরিমনা করেন। পাশাপাশি তাদের দোকান থেকে জব্দ করা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, কাপ্তাই লেকের মৎস্যভান্ডার সমৃদ্ধ করতে হলে অবৈধ কারেন্ট জালসহ সব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

পাশাপাশি মৎস্য বিভাগের মাধ্যমে ব্যবসায়ী, জেলে মাছ বিক্রেতাসহ সকলকে সচেতন করতে নিয়মিত প্রচার প্রচারণা চলমান রয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, লংগদু নৌ পুলিশের এএসআই দুলাল চন্দ্র বসাক, বিএফডিসি সদস্যরা।

টিএইচ