শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

লংগদুতে চোর চক্রের উৎপাত আতংকে এলাকাবাসী

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদুতে চোর চক্রের উৎপাত আতংকে এলাকাবাসী

রাঙামাটির লংগদুতে সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় গরু ও বাড়ির মালামাল চুরির ঘটনা ঘটেছে। আকস্মিকভাবে চুরি বৃদ্ধি পাওয়ায় আতংকে রয়েছে এলাকাবাসী।

সমপ্রতি উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের ১নং দক্ষিণ রহমতপুর গ্রামের একটি বাড়ি থেকে গরু ও গৃহস্থালি মালামাল চুরি হয়েছে। ওই এলাকার আরেকটি বাড়ি থেকে গরু বের করার সময় বাড়ির মালিক টের পাওয়ায় গরু দুটি রেখে পালিয়ে যায় চোর। পার্শ্ববর্তী মাইনীমূখ ইউনিয়নের আলতাফ মার্কেট এলাকায় একই ঘটনা ঘটেছে।

প্রতি রাতে উপজেলার কোনো না কোনো এলাকায় চুরি বাড়ার ফলে মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন।

ভুক্তভোগী মো. আসাদ আলী জানান, গত গত রোববার দিবাগত রাতে আমার বাড়ির গোয়ালঘর থেকে প্রায় অর্ধলাখ টাকা মূল্যের একটি গরু রাতের আধারে চুরি করে নিয়ে যায় চোর চক্র। তিনি জানিয়েছেন এই চোর চক্রটি উপজেলা ছাড়িয়ে বাহিরে তাদের চুরির কাজ করেন।

আলতাফ মার্কেট এলাকার মো. লুৎফর জানান, কিছুদিন আগে আমার একটি গরু নিয়ে যায় চোর। গরুটির মূল্য লাখ টাকার মতো।

স্থানীয় মাসুম ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে- চোর চক্রের সদস্যরা আগে থেকেই নির্ধারণ করে রাখে এবং সন্ধ্যার পর থেকেই ওৎ পেতে থাকে। রাত গভীর হলেই অল্প সময়ের মধ্যে সুযোগ বুঝে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

কালাপাকুজ্জ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ান বলেন, অত্র ইউনিয়নে শুধু চুরি নয় মাদক ব্যবসাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ ইউনিয়নে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, অত্র এলাকায় চুরির উপদ্রব বেড়ে গেছে। চোর এবং মালামাল উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। শিগগিররই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ