বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদুতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

রাঙামাটির লংগদুতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সদরের লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় শিশু প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান। 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রোজিসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

তিন ক্যাটাগড়িতে শিক্ষা বিষয়ক ৬০টি, সাংস্কৃতিক বিষয়ক ২০১টি ও ক্রীড়া বিষয়ে ৩৬টি পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বিচারকের দায়িত্ব পালন করেন।

টিএইচ