সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে মৎস্য চাষিদের প্রশিক্ষণ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি 

লংগদুতে মৎস্য চাষিদের প্রশিক্ষণ

রাঙামাটির লংগদুতে মৎস্য অধিদপ্তরের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে লংগদু উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১১ জুন) উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ।

লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসানের সঞ্চালনায় বাঘাইছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা নবো আলো চাকমাসহ অন্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

টিএইচ