বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লংগদুতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সচেতনতামূলক সভা

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

লংগদুতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সচেতনতামূলক সভা

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে নিয়ে জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধকল্পে লংগদু থানা পুলিশের ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় বাল্যবিয়ে ও মাদকসংক্রান্ত নৈতিক জনসচেতনতামূলক আলোচনা সভা করেন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষক তৌহিদুল রেজার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন।

এসময় বক্তব্যে ওসি ইকবাল উদ্দিন সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র, বাল্যবিয়ে ও ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 

এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন এবং লংগদু থানার এসআই এনামুল হকসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টিএইচ