লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় যমুনা গাড়ির চালক একরামকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাতে র্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে র্যাব-৭ এর সিপিসি-১, ফেনী এবং সিপিসি-৩, নোয়াখালীর যৌথ অভিযানে ফেনীর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘাতক বাসচালক একরাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কেছকিমুড়া দক্ষিণপাড়া এলাকার জানু মিয়ার পুত্র।
র্যাবের কোম্পানি কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ৮ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসের গতির কারণে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক বাসচালক পালিয়ে যায়।
এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প ঘাতক চালককে শনাক্তকরণে তদন্ত শুরু করে। গত শনিবার র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-৭, সিপিসি-১, ফেনী এর একটি যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সেই চালক একরামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের পর জেলার চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়।
টিএইচ