সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি  

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়টি জানায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। এসময় বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান নীরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগত কাউকেই আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা।

তাকে আহ্বায়ক পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাদ দিয়ে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরবর্তীতে এনিয়ে গণমাধ্যমকে বিবৃতি দেয়া হবে।

টিএইচ