সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লক্ষ্মীপুরে শিশুছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে শিশুছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

লক্ষ্মীপুরে নূরাণী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে শিশুছাত্রীর মা’ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি করেন। অভিযুক্ত ব্যক্তির নাম আমির হোসেন প্রকাশ নবী (৫৭)।

অভিযুক্ত নবী চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউপির যাদৌয়া এলাকার করিমবক্স মৌলভীবাড়ির গণি মিয়ার পুত্র। এদিকে ভিকটিম শিশুছাত্রীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ তারিখে শবে বরাতের বন্ধ থাকায় শিশুটি মাদরাসায় যায়নি। ওইদিন দুপুরে যাদৌয়া গ্রামের বাড়ির পাশে স্থানীয় ওই নূরাণী মাদরাসার মাঠেই খেলছিল সে। এসময় সাতান্ন বছর বয়সী আমির হোসেন একা পেয়ে শিশুটিকে ফুসলিয়ে মাদরাসার বাথরুমে নিয়ে যায়। 

সেখানে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ওইদিন থেকেই শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে। ঘটনার ৬দিন পর শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে।

এরপর থেকেই অভিযুক্ত নবী পলাতক রয়েছেন। পরে গত মঙ্গলবার থানায় এসে বিষয়টি জানালে রাতে ভিকটিম ছাত্রীর মা’ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে অভিযুক্ত আমির হোসেন প্রকাশ নবীকে একমাত্র আসামি করা হয়েছে।    
  
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. তহিদুল ইসলাম বলেন, আসামি আমির হোসেন নবীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

টিএইচ