সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি  

লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. রিপন (৩৮)। সে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউপির বশিকপুর গ্রামের (ওয়াজউদ্দিন ভূঁইয়া বাড়ি) আবু সাঈদের ছেলে। 

শনিবার (০১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রিপনকে চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০১৪ সালের ২৬ জুলাই লক্ষ্মীপুর সদর থানায় দায়েরকৃত দত্তপাড়ার চাঞ্চল্যকর খোরশেদ হত্যা মামলার আসামি মো. রিপন। আদালত এই হত্যা মামলায় রিপনকে যাবজ্জীবন সাজা দেন। 

শনিবার (০১ এপ্রিল) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রিপন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চন্দ্রগঞ্জ বাজারস্থ বাসস্ট্যান্ডে অবস্থান করছিল। এসময় চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। 

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. তহিদুল ইসলাম জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। 

টিএইচ