বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি 

লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়ন ব্র্যাক শাখা অফিসের উদ্যাগে বন্যায় দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল, ওষুধ বিতরণ ও বহুমুখী সাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ হতে বিকেল ৪ টা পর্যন্ত মুদাফরগঞ্জ ব্র্যাক শাখা অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গত আগস্ট মাসে ভারতের পানিতে কুমিল্লাসহ প্রায় ১১ জেলা প্লাবিত  হয়। এখন পানি কমতে শুরু করায় বিভিন্ন রোগ দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি  ফি মেডিকেল ও ওষুধ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার এলাক ব্যাবস্থাপক মো. ফরহাদ হোসেন,  শাখা ব্যাবস্থাপক জামাল উদ্দিন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জহুরুল হক, ব্র্যাকের মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।