শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

লামায় বাস উলটে ৩০ যাত্রী আহত

লামা প্রতিনিধি

লামায় বাস উলটে ৩০ যাত্রী আহত

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিনঞ্জা নামক স্থানে মাতামুহুরী সার্ভিস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের পাদদেশে উল্টে গিয়ে ৩০ যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লামা- চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার ও পৌর মেয়র জহিরুল ইসলাম এবং লামা থানার ওসি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজে নির্দেশনা দেন। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চকরিয়া থেকে যাত্রী বোঝাই করে একটি বাস লামা উপজেলায় যাচ্ছিল। বাসটি সড়কের মিরিঞ্জা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ঢালুতে উলটে যায়। এতে ৩০ যাত্রী আহত হন। এর মধ্যে ১৫ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের লামা হাসপাতালে ভর্তি করেন।

এদিকে যাত্রীরা অভিযোগ করে জানান, ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণে বাসটি দুর্ঘটনায় পতিত হয়েছে। গাড়িটি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে পাহাড় উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে যায়। এছাড়া পাহাড়ি রাস্তায় লক্করঝক্কর বাস চললেও স্থানীয় প্রশাসন বিষয়টি দেখছে না।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টিএইচ