পাবনা সদর উপজেলার রামচন্দ্রপু জামে মসজিদ সংলগ্ন লালনের আখড়ার নামে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ উঠেছে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে অভিযোগ দেয়ার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন।
পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আড়াই শতাধিক গ্রামবাসীর স্বাক্ষর সম্বলিত অভিযোগের ছায়ালিপি হতে জানা গেছে, সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বায়তুল হামদ জামে মসজিদ সংলগ্ন আ. সাত্তার লালনের আখড়ার নামে আশ্রম তৈরি করে মাদক সেবন-বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মসজিদ সংলগ্ন আখড়া হওয়ায মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ও ফজলুর রহমান বলেন, প্রতিদিন রাতে ও দিনে উচ্চৈঃস্বরে গান-বাজনা বাজিয়ে মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। আমরা এ থেকে পরিত্রাণ চাই।
বায়তুল হামদ জামে মসজিদের সভাপতি সাজ্জাদুজ্জামান পান্না বলেন, রামচন্দ্রপুর গ্রামের আ. সাত্তার লালনের আখড়ার নামে গাঁজা সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন। গ্রামবাসী বিভিন্ন সময় এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে বলা হলেও তিনি গ্রামবাসীকে হুমকি দেন। বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যানকে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এটি বন্ধ করার আশ্বাস দেন গ্রামবাসীকে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ