রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুরে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঈশ্বরদী থেকে আটজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ওয়ালিয়া থেকে চারজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু,  যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুবেল। গ্রেপ্তারকৃত বাকি  নেতাকর্মীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। 

গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম বলেন, রাতে ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে কোনো প্রকার ওয়ারেন্টা ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এ ছাড়াও উপজেলার বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে রাতে পুলিশ তল্লাশি করেছে। এসময় ওয়ালিয়া ইউনিয়নের চারজন কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের লালপুর থানায় রাখা হয়েছে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়া। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

লালপুর থানার ওসি মো. উজ্বল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কাদের আটক করেছেন তা পরে জানাবেন।

টিএইচ