রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুরের ওয়ালিয়া ইউপির বাজেট ঘোষণা

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরের ওয়ালিয়া ইউপির বাজেট ঘোষণা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির ২০২৪-২৫ অর্থবছরে ২ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ মে) উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। 

ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আরিফুর রহমান। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৯৫৫ টাকা। সম্ভাব্য উদ্বৃত্তি ধরা হয় ৩ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। 

এসময় উপস্থিত ছিলেন, পরিষদের ৬নং ইউপি সদস্য ইলিয়াস কবির পল্টন, মহিলা সদস্য ফিরোজা বেগম ও মিল বেগম প্রমুখ। 

টিএইচ