রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

লালপুরের ওয়ালিয়া ইউপির বাজেট ঘোষণা

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরের ওয়ালিয়া ইউপির বাজেট ঘোষণা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির ২০২৪-২৫ অর্থবছরে ২ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ মে) উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। 

ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আরিফুর রহমান। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৯৫৫ টাকা। সম্ভাব্য উদ্বৃত্তি ধরা হয় ৩ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। 

এসময় উপস্থিত ছিলেন, পরিষদের ৬নং ইউপি সদস্য ইলিয়াস কবির পল্টন, মহিলা সদস্য ফিরোজা বেগম ও মিল বেগম প্রমুখ। 

টিএইচ