বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম, অনাচার, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ওই ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য। এ ঘটনায় সমপ্রতি জেলা প্রসাশক বরাবর অভিযোগও করেছেন তারা। 

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২০২২-২৩ অর্থবছরে কাবিটা প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ‘চামটাহাট থেকে রথবাড়ির ডাঙ্গা পর্যন্ত রাস্তা সংস্কার’ ও টিআর প্রকল্পের ২য় পর্যায়ে ১ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে ‘মদাতি ইউনিয়ন পরিষদের উত্তরে বাউন্ডারি ওয়াল নির্মাণ’র নামে ২টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। 

কিন্তু সুযোগকে কাজে লাগিয়ে একই অর্থ বছরে ভূমি হস্তান্তর কর ১% এর ১ম পর্যায়ে ১ লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দ দেখিয়ে ‘চামটাহাট থেকে রথবাড়ির ডাঙ্গা পর্যন্ত রাস্তা সংস্কার’ ও ২য় পর্যায়ে ১ লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দ দেখিয়ে ‘মদাতি ইউনিয়ন পরিষদের উত্তরে বাউন্ডারি ওয়াল নির্মাণ’র নামে ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া হাট বাজার তহবিল হতে চারটি স্কিমে কাগজ কলমে কাজ দেখিয়ে তিন লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ তা উল্লেখ করেন।

অভিযোগ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্য সহিদুল ইসলাম, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, জুয়েল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ জানান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কোনো প্রকার পরিষদের সভা বা সিদ্ধান্ত ছাড়াই এককভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। 

টিআর, কাবিটা, হাটবাজারের তহবিল ও ভূমি উন্নয়ন করের বরাদ্দকৃত টাকায় প্রকল্প দেখিয়ে আরইআরএমপি মহিলাদের দিয়ে বাস্তবায়ন করে সরকারি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় জেলা প্রসাশক বরাবর অভিযোগ করেছি।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, কতিপয় ইউপি সদস্য ব্যক্তিগত সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। ইতোমধ্যে আমি অভিযোগের জবাবও দিয়েছি।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্য একটি অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ