সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতিবান্ধায় ৪১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক সম্রাট জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল আবেদীন হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ এর একটি টহল দল সন্ধ্যায় ওই বাজারে অভিযান চালায়। 

এ সময় যানবাহনের জন্য অপেক্ষায় থাকা জয়নুলকে তার সঙ্গে থাকা ৪১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩ এর মিডিয়া উইং এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ