বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।

মৃত তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানান, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টিএইচ