সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালমোহনে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

লালমোহন (ভোলা) প্রতিনিধি 

লালমোহনে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

ভোলার লালমোহন পৌরসভার লঞ্চঘাট আশ্রয়ণ একক গৃহ পরিদর্শন ও সুফলভোগীদের মতবিনিময় সভা এবং জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) লালমোহন লঞ্চঘাট আবসন এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির দলিল হস্তান্তর ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এমপি বলেন, শেখ হাসিনার সরকার দেশে শিক্ষা, স্বাস্থ্য, শতভাগ বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট নির্মাণ ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নৌকা প্রতীকে সবাইকে ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশের সর্বস্তরের উন্নয়নের কারণে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে বিশ্ব।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলে সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আ.লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা।

টিএইচ