বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

মিথ্যা মামলায় কারা নির্যাতিত সাবেক সফল স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের এলাকাবাসী। 

সোমবার (১২ আগস্ট) নেত্রকোণা পৌরসভার মোড়ে এ মানববন্ধন পালিত হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমির সঞ্চালানায় মানববন্ধন চলাকালে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন- নেত্রকোণা জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মুসা, সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান মনি, জেলা জামায়াতের নেতা আলহাজ কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল, জাসাসের সাবেক সভাপতি ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীসহ অন্য নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

টিএইচ