সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

শরণখোলায় উদ্ধারকৃত ১০ ফুট অজগরটি সুন্দরবনে ছেড়েছে

শরণখোলা (বাগেরহাট ) প্রতিনিধি

শরণখোলায় উদ্ধারকৃত ১০ ফুট অজগরটি সুন্দরবনে ছেড়েছে

বাগেরহাটের শরনখোলায় সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের  এক গৃহস্থের বাড়ি থেকে জালে জড়ানো একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ধানক্ষেতের জালে জড়ানো সাপটি ওই বাড়ির গৃহবধূকে ছোবল দেয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধার হওয়া সাপটিকে ব্যবস্থাপনা কমিটি সিপিজির সদস্যরা বনবিভাগের সহায়তায় বনে ছেড়ে দেয়।

পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের তেরাবেকা ফরেষ্ট ক্যাম্প  ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, বন সংলগ্ন বগী গ্রামের মহিবুল্লাহ খোন্দকারের বাড়ির ধানক্ষেতের বেড়ার জালে অজগর সাপটি জড়িয়ে ছিলো। 

গৃহবধূ সেখান থেকে যাবার সময় ঘাপটি মেরে থাকা সাপটি তার বাম পায়ে ছোবল দেয়। সিপিজির বগী ও চালিতাবুনিয়া ইউনিটের সদস্য সেলিম খান ও জাহাঙ্গীর তালুকদার সাপটিকে  উদ্ধার করে রেঞ্জের তেরাবেকা ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসলে বনরক্ষীদের উপস্থিতিতে অফিস সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়। ১০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৯ কেজি।

টিএইচ