সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শরণখোলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় নাঈম হাওলাদার (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নাঈম দুবাইপ্রবাসী মো. খলিল হাওলাদারের একমাত্র ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নাঈমের মা আসমা বেগম ফজরের নামাজ পড়তে ওঠেন। এ সময় ছেলের শোবার ঘরে তাকিয়ে নাঈমকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। 

মায়ের চিৎকার শুনে অন্য কক্ষ থেকে তার দুই বোন ছুটে এসে নাঈমকে আড়া থেকে নিচে নামায়। পরে প্রতিবেশীরা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেল কিনে না দেয়ায় নাঈম অভিমান করে আত্মহত্যা করেছে।

টিএইচ