শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শরণখোলায় ১৫ দোকান পুড়ে ছাই

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় ১৫ দোকান পুড়ে ছাই

উপজেলা সদর রায়েন্দা বাজারের বাদল চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে মুদি মনোহরি, ইলেকট্রনিক্স, স্টেশনারি, রেস্টুরেন্ট ও ওষুধের এসব দোকানের মালামাল পুড়ে গেছে। 

শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পৃথক দুটি দল, শরণখোলা থানা পুলিশ ও স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে। এসময় হঠাৎ করে ভারি বৃষ্টি শুরু হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণ আসে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সারে দশটার পর শহরের ব্যস্ততম বাদল চত্বরের (পাঁচ রাস্তার মোড়) একটি বন্ধ স্টেশনারি দোকান থেকে আগুন জলে উঠলে মুহুর্তে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় উপজেলা সদর রায়েন্দা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

নিকটবর্তী শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল বাদল চত্বরে পৌঁছালেও পানির উৎস খুঁজে না পাওয়ায় তাদের কাজ কিছুটা বিলম্বিত হয়। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ জনতা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস স্টেশনের আরো একটি দল শরণখোলায় এসে আগুন নেভানোর কাজে অংশ নিলে পরিবেশ স্বাভাবিক হয়ে ওঠে। এর মধ্যেই ১৫ দোকান কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। 

ক্ষতিগ্রস্ত মুদি দোকানি আ. রহমান জানান, তার দোকানে থাকা ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অনুরুপ ক্ষতির শিকার হয়েছেন, মুদি দোকানি ইব্রাহিম হোসেন, লিটন তালুকদার, মনোতোষ, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ওষধ ব্যবসায়ী সাইফুল খান, রেস্টুরেন্ট মালিক বেলায়েত হোসেন, উৎপল সাহা ও লন্ড্রি দোকানী শহিদুল ইসলামসহ অন্যরা।  

রাতেই শরণখোলা মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, ফায়ার সার্ভিস বাগেরহাটের ডিএডি সাইয়েদুর রহমান চৌধুরী ও শরণখোলা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ আ.লীগ নেতারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। 

শরণখোলা থানার ওসি কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে শরণখোলা থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্য আগুন নেভানোর কাজে অংশ নেয়। এর পাশাপাশি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের উদ্ধারকৃত মালামাল রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করে তারা।  

টিএইচ