রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

শরীয়তপুরে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমানের সভাপতিত্বে, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও ভেদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মো. আশরাফুল আলম বিএএমএস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (পিপিএম-সেবা) মো. নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন ২৫ মাদারীপুরের পরিচালক মো. আইয়ুব আলী, জেলা নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, এন এস আই সহকারী পরিচালক কামরুজ্জামান, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন আব্দুল্লাহ মো. আ. হামিদ, জেলা ফায়ার সার্ভিসের ডি.এম.ডি মো. ছাবের আলী, ওজোপাডিকোর জেলা এক্সিকিউটিভ ইঞ্জি. মো. মিজানুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রাজ্জাক, জেলা একাউন্টস এন্ড ফিনান্স এসএএস সুপার মশিউর রহমান ইমন। এছাড়া, সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ভিডিপির সদস্যরা। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলা থেকে ৩০০ আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি মো. আশরাফুল আলম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সামপ্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে।

আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩০০ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ২৫ জনকে বাইসাইকেল ও ২৫ জন সদস্যকে ছাতা এবং অন্য উপহারসামগ্রী প্রদান করা হয়।

টিএইচ