বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যুর ঘটনায় দুই মামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যুর ঘটনায় দুই মামলা

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যুর ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। পালং মডেল থানায় গত শনিবার রাতে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দুটি করেন।

মামলায় গণপিটুনিতে আহত পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে, তিনি হলেন এবাদুল বেপারী, শরীয়তপুরের নড়িয়া উপজেলার কানারগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত পাঁচজনকে বর্তমানে পুলিশ পাহারায় শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মামলার আসামিরা হলেন, মুন্সিগঞ্জের কালিয়ারচরের রিপন, বাংলাবাজার এলাকার রাকিব গাজী, শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচরের আনোয়ার দেওয়ান, নাড়িয়ার নশাশন মাঝিকান্দি এলাকার সাঈদ ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার সজীব।

তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ থেকে শরীয়তপুর সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ ও একটি স্পিডবোট উদ্ধার করেছে।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা. মিতু আক্তার বলেন, ঢাকা মেডিক্যাল থেকে ফিরিয়ে আনা চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জানতে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ডাকাতি ও গণপিটুনির ঘটনায় দুটি মামলা হয়েছে। যেহেতু তিনজনের মৃত্যু হয়েছে, তাই হত্যা মামলার প্রস্তুতিও চলছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

টিএইচ