শরীয়তপুরে জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে কুদ্দুস ব্যাপারী বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। তিনি বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য। বাকি ৭ জনকে শরীয়তপুরে আটকের পর গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, রোববার সকালে জাজিরা থানায় ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ থেকে একহাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল শনিবার জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে কয়েক দফা সংঘর্ষেও জড়ায় তারা। গতকাল শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিএইচ