রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেছেন হাসপাতাল ও কলেজের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। 

গত রোববার হাসপাতারের পরিচালক প্রফেসর ডা. মো. আমিনুল ইসলাম মন্ত্রীকে হাসপাতালের সমস্যার কথা উল্লেখ করে বলেন, জনবলের অভাবে বাহিরের টিকেট কাউন্টারে সেবা দেয়া যাচ্ছে না। যে জনবল রয়েছে তাতে সংকুলান হচ্ছে না লোকের প্রয়োজন। 

ডায়ালাইসিস  মেশিনে রোগী সংকুলান হচ্ছে না আরো মেশিনের প্রয়োজন। লোকবলের সংকুলানে প্রর্যাপ্ত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। 

এ সময়  উপস্থিত ছিলেন, এমপি গাজীপুর- ৫ আখতারউজ্জামান  মহানগর আ.লীগ সভাপতি অ্যাড. মো. আজমত উল্লাহ খান, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. মো. আমির হোসেন রাহাদ, জেলা পরিষদ প্যালেল চেয়ারম্যান মো. আনিছুর রহমান আরিফসহ হাসপাতালের ডাক্তার নার্স কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং সদস্যরা। 

টিএইচ