সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শহীদ মিনার উদ্বোধন করলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শহীদ মিনার উদ্বোধন করলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক

টাঙ্গাইলের মির্জাপুরে ভাষা শহীদদের স্বরণে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেছেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পৌর সদরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এ শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, থানার ওসি শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলরসহ গণমাধ্যমকর্মীরা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, শুভ এমপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় নির্মিত এই শহীদ মিনারটির এ পর্যন্ত নির্মাণ ব্যয় হয়েছে ২৬ লাখ টাকা। এটির চারপাশে বাউন্ডারি ও টাইলস করতে পরবর্তীতে আরো কয়েক লক্ষাধিক টাকা ব্যয় হবে।

টিএইচ