সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শান্তিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি

শান্তিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের উত্তরে মহাসিং নদীর কাছে ভাই-বোনের দাড়ায় বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর মোতালিব মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) একই ইউনিয়নের লালপুর গ্রামের কাছে মহাসিং নদীতে ভাসমান অবস্থায় মোতালিবের লাশ পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) বীরগাঁওগামী যাত্রীবাহী নৌকায় থাকা যাত্রীরা ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লালপুর গ্রামের পাশে মহাসিং নদীতে একটি লাশ ভাসতে দেখেন। তারা চিৎকার করে লালপুর গ্রামের মানুষকে জানালে গ্রামবাসী থানায় খবর দেন। পরে মোতালিবের বাড়ির লোকজন এসে লাশ সনাক্ত করেন। 

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। তারা লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আইনত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ