সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শান্তিগঞ্জে রাস্তায় রূপ নেয়া বেরিবাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

শান্তিগঞ্জে রাস্তায় রূপ নেয়া বেরিবাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

◾ বিপাকে এক গ্রামের শতাধিক মানুষ
◾ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দুর্ভোগে শিক্ষার্থীরা
◾ রোগী আর মুসল্লিদের বাড়তি কষ্ট
শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইনিয়নের নতুন বাবনগাঁও গ্রাম। গ্রামটিকে উত্তর উমেদনগর গ্রাম হিসেবেও চিনেন অনেকে। ইউনিয়নের খাইহাওরের পাদদেশে কোনাডুপি বিলের দক্ষিণ ও লাউগাঙ্গের উত্তরে অবস্থিত গ্রামটি। গ্রামের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে বেরিবাঁধ। ৬৮ নং পিআইসির বাঁধটিই গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা। 

এ জায়গায় সরকারের বেরিবাঁধ নির্মাণের উদ্যোগের কারণেই নতুন বাবনগাঁও গ্রাম একটি রাস্তা পেয়েছে। এজন্য খুশি গ্রামবাসী। কিন্তু রাতের আঁধারে কে বা কারা উদ্দেশ্য প্রনোদিতভাবে কেটে দিয়েছে রাস্তায় রূপান্তরিত হওয়া সেই বেরিবাঁধটি। ৬৮ নম্বর পিআইসির এ বাঁধটির কমপক্ষে ৫ ফুট জায়গা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

এ অবস্থায় রাস্তাটি নিয়ে শঙ্কিত গ্রামবাসী। তারা জানান, নতুন বাবনগাঁওয়ে অন্তত ৫০টি পরিবারের বসবাস। গ্রামের অনেক মানুষের ব্যবহার্য এ রাস্তাটি। পূর্বপাড়ের মানুষ এ পথ ব্যবহার করে হাওরে যান আবার পশ্চিমাঞ্চলের মানুষের সব কাজেই লাগে এ রাস্তা। ছেলেমেয়েরা এ পথেই যান স্কুল-কলেজ ও মাদ্রাসায়। মুসল্লিরা যান নামাজ পড়তে। রাস্তাটি ভেঙে দেয়ার কারণে অর্ধশতাধিক শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেগ পোহাতে হচ্ছে। বেশি সমস্যায় পড়েছেন রোগী ও বয়োবৃদ্ধরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, বাঁধটি বর্তমানে নতুন বাবনগাঁও (উত্তর উমেদনগর) গ্রামের চলাচলের একমাত্র রাস্তা। গ্রামের মো. একাব উদ্দিনের বাড়ির পেচন থেকে মৃত শামীম আহমেদের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটারের পথ হবে। পূর্বের কিছু অংশ এখনো পানিতে ডুবে আছে। বাঁধের এ অংশ দিয়ে এখনো ইঞ্জিনচালিত নৌকা চলাচল করে। 

পশ্চিমাংশ পানিতে ডুবেনি। তাই দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে কোদাল দিয়ে কেটে বড় ভাঙা করে দিয়েছে। প্রবল গতিতে এ ভাঙা দিয়ে নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। প্রায় ৫ ফুটের মতো এ ভাঙা ক্রমশ বড় হচ্ছে। ভাঙাটি দেখলে স্পষ্ট বুঝা যায় কোদাল দিয়ে কেউ বাঁধটি কেটে দিয়েছে। এ দিকে নৌকাও যাতায়াত করেছে। স্থানীয়রা ধারণা করছেন, মাছ ধরার উদ্দেশ্যে কিংবা নৌকা চলাচলের জন্য এ বাঁধ কেটে দেয়া হয়েছে।

নতুন বাবনগাঁও বা উত্তর উমেদনগর গ্রামের বাসিন্দা কবি আফজাল হোসাইন, তাজিমুল ইসলাম ও আজিজুর রহমান বলেন, রাস্তাটি নতুন বাবনগাঁও গ্রামের একমাত্র চলাচলের পথ। একটি কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সরকারের লাখ লাখ টাকা খরচ করে বেঁধে দেয়া এ বাঁধ প্রতিবছরই কেটে দিতে প্রস্তুতি নেয়। 

গতবছর আমরা পাহারা দিয়ে বাঁধ কাটা ঠেকিয়েছি। এ বছরও পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে আমরা পাহারা ছেড়ে চলে গেলে কে বা কারা বাঁধটি কেটে দিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে এর সুবিচার কামনা করি। আমরা চাই রাস্তাটি পুনর্নির্মাণ করে অন্তত এই অর্ধ কিলোমিটার যেনো পাকা করে দেয়া হয়। তাহলে দুর্বৃত্তরা আর রাস্তা কাটার সুযোগ পাবে না।

পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য রুজেল আহমদ বলেন, ৬৮ নং পিআইসিতে দুর্বৃত্তরা যে ভাঙাটি করে দিয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। যে বা যারা এমন গর্হিত কাজ করেছে আমি তাদের শাস্তি চাই। প্রশাসনের সুনজর কামনা করছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্জামান বলেন, আমি খোঁজ নিচ্ছি। তারপর ব্যবস্থা গ্রহণ করবো।

টিএইচ