রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি 

শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আ.লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আসাদুর রহমান গাজীপুর জেলার পাগার গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল গাজীপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। 

ওই আসামিকে জিজ্ঞাসাবাদ করে ও তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি গাজীপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। 

তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়। গাজীপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

টিএইচ