রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শাহজাদপুরে ডাকাত দলের সদস্য আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুরে ডাকাত দলের সদস্য আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। বুধবার (১০ জুলাই) শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটক মো. মামুন প্রামানিক উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মো. পর্বত্য প্রামাণিকের সন্তান। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, শাহজাদপুর থানা পুলিশ শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার মো. বাবুল শেখের বাড়িতে অভিযান চালালে ভাড়াটিয়া মো. মামুন প্রামাণিক কৌশলে পালানোর চেষ্টা করে। 

এসময় পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়। পরে তাকে অস্ত্রসহ ধরে এনে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে শাহজাদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে

টিএইচ