সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শাহজাদপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামের শিশুকন্যা স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রিকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা মনছুর মোল্লাকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। আটক মনছুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) মামলার ৩ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে আটক করেছে পুলিশ। 

ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ২৪ আগস্ট মনছুর মোল্লা মাদ্রাসা পড়ুয়া শিশুকে একা ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করলে ভিকটিমের ডাকচিৎকারে প্রতিবেশি ও স্থানীয়রা উদ্ধার করে এবং অভিযুক্ত মনছুর মোল্লাকে তাৎক্ষণিক মারধর করে। 

পরে মনছুর মোল্লা তাৎক্ষণিক আত্মগোপনে চলে যায়। পরে ভিকটিমের বাবা শাহজাদপুর থানায় মঙ্গলবার (২৯ আগস্ট) নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত মনছুর মোল্লাকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান, অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।

টিএইচ