বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শাহজাদপুরে ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুরে ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে খাবার খেয়ে আবারও ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একে একে ১৭ জন অচেতন রোগী চিকিৎসা নিতে আসে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলার মাদলা পূর্বপাড়া এবং পার্শ্ববর্তী দাবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গত শক্রবার রাতে হাসপাতালে গেলে চিকিৎসারত কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতই বাড়ির সকলে একসঙ্গে খাবার খান। হঠাৎ অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। এরপর একে একে বাড়ির সকলে অসুস্থ বোধ করলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

তিনি আরও জানান, তার পরিবারসহ ৩ পরিবারের মোট ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ গত শুক্রবার রাতে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত সহকারী সার্জন ডাক্তার আশরাফুল আলম জানিয়েছেন, গত শুক্রবার ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবার অবস্থাই এখন ভালো আছে। 

ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে কোন মেডিসিনের ক্রিয়ার ফলেই এমন হয়েছে। তবে কি ধরণের মেডিসিনের জন্য এ অবস্থা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ল্যাব টেস্ট ছাড়া বলা মুশকিল। 

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, শুনেছি কেউ খিচুড়ি খেয়ে কেউ খিচুড়ি না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে টিউবওয়েলের পানিতে কেউ কিছু মিশিয়ে থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি এবং ফরিদপাঙ্গাসিসহ কয়েকটি গ্রামের অন্তত ৫০ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেসব বাড়িতে ধারাবাহিকভাবে চুরির ঘটনাও ঘটেছে।

টিএইচ