রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
করিমগঞ্জ সরকারি কলেজ

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশেরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম জীবনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (১৯ আগস্ট) করিমগঞ্জ-চামটা সড়কের কলেজ গেটের সামনে এ মানববন্ধন পালিত হয়।

এতে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ূন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান সানি, নাজমুল আলম সোহান, ইয়ামিন সিদ্দিকী, মোহাম্মদ হূদয় প্রমুখ।

এ সময় বক্তারা শিক্ষকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, কলেজ শিক্ষক জহিরুল ইসলাম জীবন গত ৫ আগস্ট রাতে তার গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার বানাইল বাজারে অবস্থানকালে কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

টিএইচ