সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‘শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিতেও ভালো করতে হবে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিতেও ভালো করতে হবে’

চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পত্নী মেহেনাজ খান বাঁধন ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহেনাজ খান বাঁধন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার খুব ভালো লাগে স্কুলটি। এখানে আসার পর ভালো একটি প্রতিষ্ঠান খুঁজছিলাম। 

জানতে পারলাম, শিশুদের জন্য এই প্রতিষ্ঠানটি সবথেকে ভলো। আমার মেয়ে এখানে পড়ে। সব বাচ্চাকে ভালো হাতের লেখা শেখানো হয়। ছোট ছোট সব বাচ্চার হাতের লেখা সুন্দর। তিনি আরও বলেন, প্রত্যেকটা ক্লাস রুমকে সুন্দর করে সাজানো হয়েছে। সুন্দর পরিবেশ। বাচ্চারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ইভেন্টে ভালো করে। 

সেই সাথে খেলাধুলাও করতে হবে। শিক্ষার পাশাপাশি নিজেদের কাজ নিজেরা করা, এটা শেখাতে হবে। উন্নত বিশ্ব তাই করে। দলবদ্ধভাবে স্কুল পরিষ্কার রাখতে হবে। বাচ্চাদের ছোট থেকে সব কিছু শেখাতে হবে। নৈতিক শিক্ষা দেয়ার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্নী রুবাইয়া মোস্তফা সিনথিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী নাহিদ হাসান তিশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, উপজেলা নির্বাহী অফিসার পত্নী আফরোজা মুন্নি, সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, নাইমা জাহান সুমাইয়া, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ। এ সময় আরও বক্তব্য রাখেন প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের সাবেক অধ্যক্ষ নূরে আলম মোর্শেদা।

টিএইচ