বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. হামিদুল ইসলামের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন ফুলবাড়ী ডিগ্রি কলেজ পরিবার।

রোববার (২৪ নভেম্বর) কলেজের মূলফটকে মানববন্ধনের বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান, কলেজের ছাত্র সুজন মিয়াসহ আরও অনেকে। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের স্বল্প সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে তাগিদ প্রদান করেন।

টিএইচ